বেঙ্গালুরু, ৯ ডিসেম্বরঃ মাকে ঝাঁটা দিয়ে মারধর করছে ১৭ বছরের এক কিশোর। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বেঙ্গালুরুর ঘটনা। ভিডিয়োটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর বেঙ্গালুরুর পুলিশ স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করে ওই কিশোরের বিরুদ্ধে।
জানা গিয়েছে, ছেলের স্বভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিবেশীর সঙ্গে আলোচনা করছিলেন ওই কিশোরের মা। জানতে পেরে মাকে রীতিমত হুমকি দিয়ে ঝাঁটা নিয়ে এসে মারধর শুরু করে সে। তার দিদি আটকাতে গেলে তাকেও হুমকির সুরে দূরে থাকতে বলে সে। পুলিশের ভয়ও সে পায়না বলে জানায় ওই কিশোর। ছেলের রণমূর্তি দেখে মাও মেয়েকে দূরে থাকতে বলেন। পুরো ঘটনাটির ভিডিয়ো রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় কিশোরের দিদি। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। ঘটনার কথা জেনে পুলিশ গ্রেফতার করতে এলে ভয় পেয়ে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় কিশোর। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে সাবধান করে শেষমেষ তাকে ছেড়ে দেওয়া হয়। তার কাছ থেকে একটি লিখিত প্রতিশ্রুতি পত্রে সইও করানো হয়েছে পুলিশের তরফে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2B3knoz
December 09, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন