ভোপাল, ৯ ডিসেম্বরঃ সাংসদকে হোয়াটঅ্যাপে হনুমানের ছবি পাঠিয়েছিল মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের বছর ১৭-র এক দলিত কিশোর। সেই অপরাধে তাকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বজরং দল নেতা হেমরাজ ঠাকুর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, ওই কিশোর হনুমানের অপত্তিকর ছবি পাঠিয়ে তাঁর এবং গ্রামবাসীদের ভাবাবেগে আঘাত দিয়েছে। যে ছবিটি ওই কিশোর সাংসদকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তাতে দেখা গিয়েছে, আম্বেদকরের মূর্তির উপরে বসে রয়েছে হনুমান।
তদন্তকারী আধিকারিক আইএস ঠাকুর বলেছেন, ‘কিশোর যে কাজ করেছে তাতে একটি শ্রেণির ভাবাবেগে আঘাত হেনেছে। সেকারণেই ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন হুনুমান দলিত ছিলেন। তার জেরেই কিশোরের এই ছবি পোস্ট বলে মনে করছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L3T6Xy
December 09, 2018 at 06:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন