মুম্বাই, ৩০ ডিসেম্বর-বলিউড কিং শাহরুখ খানকে ছাড়িয়ে গেল সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। গতকাল মুক্তি পেয়েছে সারা অভিনীত দ্বিতীয় সিনেমা সিম্বা। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে সিম্বা আয় করেছে ২২ কোটি রুপি। মুম্বাইয়ে ব্যাপক সাফল্য পেয়েছে সিনেমাটি। শুধু মুম্বাইয়ে এ ছবির সংগ্রহ ১২ কোটি রুপি, যেটি পুরো ভারতে সংগ্রহের প্রায় অর্ধেক। গত সপ্তাহে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের জিরো সিনেমাটি। শাহরুখের সিনেমারও প্রথম দিনের আয় এর চেয়ে কম ছিল। বক্স অফিস কাঁপাতে পারেনি জিরো। মুক্তির প্রথম দিনে ২০.১৪ কোটি আয় ছিল ছবিটির। সেই দিক থেকে দেখলে সাইফ কন্যার কাছে হেরেছেন শাহরুখ খান। সিম্বা সিনেমায় সারার নায়ক পদ্মাবত খ্যত রনভীর সিং। ২০১৮ সালের শুরুতে মুক্তি পাওয়া পদ্মাবত সিনেমায় আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা গিয়েছিল রণভীর সিংকে। বছরের শেষে এসে রণবীরের অ্যাকশনধর্মী বিনোদনে ভরা পারফরম্যান্স দেখা গেল সিম্বায়। পদ্মাবত বক্স অফিসে ৩০০ কোটি রুপি সংগ্রহ করেছিল। চেন্নাই এক্সপ্রেস খ্যাত নির্মাতা রোহিত শেঠির সিম্বা চলচ্চিত্র ব্যবসায় বিশেষজ্ঞদের পূর্বানুমানের প্রমাণ দিয়েছে। চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রথির পূর্বানুমানও ইতিবাচক। তিনি বলেছেন, তিন থেকে চার দিনেই শতকোটির ঘরে পৌঁছাবে সিম্বা। তিনি আরো বলেছেন, চেন্নাই এক্সপ্রেসকে টপকে যাবে সিম্বা। অক্ষয়ের মতো, আমি নিশ্চিত, এটা সম্ভব। অক্ষয় রথি বলেছেন, সিম্বা অবশ্যই ব্লকবাস্টার হবে। পাতৌদির নবাব, অভিনেতা সাইফ আলি খান ও তার প্রথম স্ত্রী অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খান। পর্দায় ওঠার আগে এ সিনেমার তেরে বিন, আঁখ মারে, আলা রে আলা ও মেরাওয়ালা ড্যান্স গান মুক্তি পায়। এ গানগুলো অন্তর্জালে ঝড় তুলেছে। গানে সারা ও রণবীরের রোমান্স দেখে উচ্ছ্বসিত দর্শক। এবার সিনেমাতেও মাতাচ্ছেন সারা। এমইউ/১০:৪০/৩০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2AlF1R6
December 30, 2018 at 04:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন