মেলবোর্ন, ৩০ ডিসেম্বর- পঞ্চম দিনে লড়াই করতে পারলো না অস্ট্রেলিয়া। ২৭ বলের মধ্যে তাদের শেষ দুটি উইকেট তুলে নিল ভারত। সহজেই মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেল বিরাট কোহলির দল। তৃতীয় টেস্ট ১৩৭ রানে জিতেছে সফরকারীরা। ৩৯৯ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া থেমেছে ২৬১ রানে। চার ম্যাচর সিরিজে ভারত এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৮ উইকেটে ২৫৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া তিন রান যোগ করেই অলআউট হয়ে যায়। আগের দিন প্রতিরোধ গড়া প্যাট কামিন্সকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জাসপ্রিত বুমরাহ। পরের ওভারে ন্যাথান লায়নকে ফিরিয়ে দলকে জয় এনে দেন ইশান্ত শর্মা। দুই ইনিংস মিলিয়ে ৮৬ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বুমরাহ। আগামী বৃহস্পতিবার সিডনিতে হবে চতুর্থ ও শেষ টেস্ট। সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনিংস: ৪৪৩/৭ ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৫১ ভারত ২য় ইনিংস: ১০৬/৮ ইনিংস ঘোষণা অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৯৯) (আগের দিন শেষে ২৫৮/৮) ৮৯.৩ ওভারে ২৬১ (কামিন্স ৬৩, লায়ন ৭, হেইজেলউড ০*; ইশান্ত ২/৪০, বুমরাহ ৩/৫৩, জাদেজা ৩/৮২, শামি ২/৭১, বিহারি ০/৭) ফল: ভারত ১৩৭ রানে জয়ী ম্যান অব দা ম্যাচ: জাসপ্রিত বুমরাহ আর/০৮:১৪/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GMmKCq
December 30, 2018 at 04:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top