মেলবোর্ন, ৩০ ডিসেম্বরঃ জেতার জন্য প্রয়োজন ছিল দুই উইকেটের। কিন্তু চতুর্থ দিন থেকে অপেক্ষা করেও আসছিল না জয়ের মুহূর্ত। মাটি কামড়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ান টেল এন্ডাররা। পঞ্চম দিনের শুরুতেই আবার বৃষ্টি। তাই টেনশন বাড়ছিল ভারতীয় সমর্থকদের। লাঞ্চের পর অবশেষে অপেক্ষার অবসান। ২৭ বলের ব্যবধানে দুই উইকেট তুলে নিলেন ভারতীয় পেসাররা। আর তার সঙ্গেই মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ঐতিহাসিক জয় পেল ভারত। একই সঙ্গে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন বিরাট কোহলিরা। যার অর্থ সিরিজ হারছে না ভারত ও বর্ডার-গাভাসকার ট্রফি এদেশেই থাকছে। ৯ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জশপ্রীত বুমরাহ।
পঞ্চম দিনের খেলা শুরুতেই বাধা পায় বৃষ্টির জন্য। প্রথম সেশনে এক বলও খেলা হয়নি। এগিয়ে দেওয়া হয় লাঞ্চের সময়। লাঞ্চের পর খেলা শুরু হতেই প্যাট কামিন্স (৬৩)-কে আউট করেন বুমরাহ। এরপর ইশান্ত শর্মার বল নাথান লায়োনের ব্যাটের কানা ছুঁয়ে ঋষভ পন্থের হাতে জমা হতেই উৎসব শুরু। ২৬১ রানে অল আউট অস্ট্রেলিয়া। ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয় ভারতের। ৩৭ বছর পর মেলবোর্নে টেস্ট জিতল ভারত। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে একই সিরিজে দুটি টেস্টে জয় পেল ভারত। পরের টেস্ট সিডনিতে। যেখানে ড্র করলেই সিরিজ জিতবে ভারত। তবে বিরাট কোহলিদের শরীরী ভাষাই বলে দিচ্ছে, ড্র নয়, শেষ টেস্ট জিতেই সেলিব্রেশন করতে চান তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GMNzX4
December 30, 2018 at 10:50AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন