হিলি, ২৬ ডিসেম্বরঃ সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বুধবার হিলির নর্থ আগ্রা সীমান্ত গ্রামে সামাজিক কর্মসূচি পালন করল বিএসএফ। এদিন বিএসএফের ১৯৯ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে সীমান্ত এলাকার বাসিন্দাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। পাশাপাশি দুস্থ বাসিন্দাদের মধ্যে বস্ত্র এবং পড়ুয়াদের মধ্যে পাঠ্য সামগ্রী, জুতো বিতরণ করা হয়। হিলির নর্থ আগ্রা বিওপিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড ধঞ্জয় কুমার সিং, বিডি শাহ সহ অন্যান্যরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন হিলির পাঁচটি স্কুলের প্রায় ৬০০ ক্ষুদে পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ, পাঠ্য সামগ্রী ও জুতো তুলে দেওয়া হয়। পাশাপাশি বিওপির পার্শ্ববর্তী নফর, পাঞ্জুল, খারুন সহ সীমান্ত সংলগ্ন গ্রামগুলির প্রায় দু’হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র দেওয়া হয়। এছাড়া বস্ত্র বিতরণও করা হয়। সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার সামগ্রী বিতরণ করা বলে জানা গিয়েছে।
বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কম্যান্ড ধঞ্জয় কুমার সিং বলেন, ‘সীমান্ত রক্ষার পাশাপাশি এলাকার বাসিন্দাদের সার্বিক উন্নয়নে বিএসএফের এই প্রয়াস৷’ বছরভর সীমান্ত এলাকায় এই ধরনের সামাজিক কাজ করা হবে বলে জানান তিনি।
তথ্য ও ছবিঃ মাজিদুর সরদার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ENGWRu
December 26, 2018 at 08:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন