মেটেলি, ২৬ ডিসেম্বরঃ নতুন বছরে নতুন রাস্তা পেতে চলেছেন মেটেলি ব্লকের জুরন্টি চা বাগানের বাসিন্দারা। বুধবার চা বাগানে ওই রাস্তার কাজের সূচনা করেন জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা, জুরন্টি চা বাগানের ম্যানেজার ইন্দ্রনীল বসু, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যা স্নোমিতা কালানদী।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে বাগানের ডুরা লাইন থেকে দাড়া লাইন পর্যন্ত প্রায় আড়াই কিমি ওই রাস্তাটির সংস্কার করা হবে। ওই রাস্তা সংস্কার করার জন্য ৩৩ লক্ষ ২ হাজার ৯৩ টাকা খরচ হবে।
জেলা পরিষদ সদস্যা আশ্রিতা লাকরা মুন্ডা বলেন, ‘বাগানের বাসিন্দাদের কথা চিন্তা করেই রাস্তাটির সংস্কারের প্রস্তাব দেওয়া হয় জেলা পরিষদে। এদিন রাস্তার কাজের সূচনা করা হয়।’ ফেব্রুয়ারি মাসের মধ্যেই রাস্তার কাজ শেষ হয়ে যাবে বলে জানান তিনি।
সংবাদদাতাঃ রহিদুল ইসলাম
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Vb1sRZ
December 26, 2018 at 08:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন