ডার্বি শেষে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর হামলার অভিযোগ

কলকাতা, ১৭ ডিসেম্বরঃ ডার্বি ম্যাচ দেখে ফেরার পথে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল মোহনবাগান সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি সল্টলেকের ইএসআই আবাসনের সামনে ঘটেছে। এই ঘটনায় তিন ইস্টবেঙ্গল সমর্থক আহত হয়েছে।

রবিবার ডার্বিতে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের উত্তেজনা ও আনন্দের পারদ খানিকটা বেশিই ছিল। ম্যাচ শেষে কয়েকজন ইস্টবেঙ্গল সর্মথক গাড়িতে করে বাড়ি ফিরছিল। তারা ইস্টবেঙ্গলের নামে জয়ধ্বনি দিচ্ছিল। সেখান দিয়েই ফিরছিল কয়েকজন মোহনবাগান সমর্থক। ডার্বিতে হেরে যাওয়ায় তাদের লক্ষ্য করে কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক কটূ মন্তব্য করে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মোহনবাগান সমর্থকরা। অভিযোগ, ইস্টবেঙ্গল সর্মথকদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে তারা। প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তারপরই লাঠি হাতে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর চড়াও হয় বাগান সমর্থকরা। আহত হয় তিন ইস্টবেঙ্গল সমর্থক।

এই ঘটনায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CiHw8i

December 17, 2018 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top