মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে কর্মশালা আলিপুরদুয়ারে

শামুকতলা, ১৭ ডিসেম্বরঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা নিয়ে বিশদ আলোচনা ও পরীক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সোমবার আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের লোকনাথপুর হাইস্কুলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার ২ নম্বর ব্লক শাখার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এদিনের কর্মশালার উদ্বোধন করেন সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি কনৌজ বল্লভ গোস্বামী। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার জেলা সম্পাদক রঞ্জন সরকার, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ দেবজিৎ সরকার, লোকনাথপুর হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি দীপিকা রায় প্রমুখ।

লোকনাথপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ক্ষীতিশ দেবনাথ জানান, লোকনাথপুর হাইস্কুল সহ যশোডাঙ্গা হাইস্কুল, তালেশ্বরগুড়ি হাইস্কুল, সান্তালপুর মিশন হাইস্কুল, মহাকালগুড়ি মিশন হাই ও গার্লস স্কুল, রহিমাবাদ ওয়ার্কার্স হাইস্কুলের প্রায় ৫০০ ছাত্রছাত্রী এদিনের কর্মশালায় অংশগ্রহণ করে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও সঠিকভাবে উত্তর লেখার কৌশল নিয়ে আলোচনা করেন।

সংবাদদাতাঃ হরিপদ পাল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SWe39P

December 17, 2018 at 06:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top