কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাঘমারা হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা-১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ হ ম মুস্তফা কামাল। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রে এসে ভোট দিয়ে কয়েকটি কক্ষ ঘুরে দেখেন এবং সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
পরে সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু পরিবেশে কোনো প্রকার বাধা-বিঘ্ন ছাড়াই মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মুস্তফা কামাল বলেন, বরাবরই এখানকার মানুষ প্রার্থীর অতীত ইতিহাস ও চারিত্রিক বৈশিষ্ট বিবেচনায় আসছে। গত ১০ বছরে আমি চেষ্টা করেছি তাদের সকল আশা আকাঙ্খা পূরণ করতে। চাহিদানুযায়ী উন্নয়ন করেছি; নিশ্চই এর প্রতিদান পাবো।
এর আগে রোববার সকাল ৮টা থেকে সারাদেশের মতো কুমিল্লা জেলার ১১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
দুপুর ১২টা পর্যন্ত জেলার ৪টি নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকালে কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে।
from Comillar Khabor – কুমিল্লার খবর http://bit.ly/2F0d4Cu
December 30, 2018 at 07:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন