কুমিল্লায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ

কুমিল্লার ১১টি আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে কুমিল্লার ১৭টি উপজেলায় ভোট গ্রহন শুরু হয়। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

১৭টি উপজেলা, একটি সিটিকর্পোরেশন এবং ৮টি পৌরসভা নিয়ে গঠিত কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসন।

১১টি সংসদীয় আসনে জেলার ৩৮ লাখ ৭৯ হাজার ৪৯১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী পাঁচ বছরের জন্য তাদের ১১জন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এদের মধ্যে ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৩জন পুরুষ ভোটার এবং ১৯ লাখ ২৫ হাজার ২০৮জন নারী ভোটার রয়েছে।

ওই ভোটারদের বিপরীতে জেলার ১১টি আসনে ৮৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১১টি আসনেই আওয়ামীলীগের একক প্রার্থী থাকায় ১১জন নৌকা প্রতীকে আওয়ামীলীগ প্রার্থী, ৮টি আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এবং ৩টি আসনে ২০দলীয় জোট ও ঐক্যফ্রন্ট প্রার্থী রয়েছেন।

এছাড়া মাঠে রয়েছে জাতীয় পার্টিও। ১১টি আসনের মধ্যে ২০দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে চান্দিনা আসনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, চৌদ্দগ্রাম আসনে কেন্দ্রিয় জামায়াতের সূরা সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দেবিদ্বার আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রার্থী আব্দুল মালেক রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৭টি উপজেলার ১টি সিটি কর্পোরেশন, ৮টি পৌরসভা এবং ১৯৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ১১টি আসনে ১ হাজার ২৯১টি ভোট কেন্দ্রে ৭ হাজার ৫শ ৭৮টি ভোট কক্ষ রয়েছে। এর মধ্যে ২৯০টি অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে। ১ হাজার ২৯১টি ভোট কেন্দ্রের বিপরীতে ১ হাজার ২৯১জন প্রিজাইডিং অফিসার, ৭ হাজার ৫শ ৭৮জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৫ হাজার ১৫৬জন পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে।

জেলার দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত ২৪৯নং সংসদীয় আসন কুমিল্লা-১ এর ৩ লাখ ৪৭ হাজার ৭১জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৮জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৭৫ হাজার ৫৩৩জন পুরুষ ভোটার, ১ লাখ ৭১ হাজার ৫৩৮জন নারী ভোটার রয়েছেন। আর ১২৯টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত ২৫০নং সংসদীয় আসন কুমিল্লা-২ এর ২ লাখ ৯০ হাজার ২৭জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৮জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৪৬ হাজার ৫৮০জন পুরুষ ভোটার, ১ লাখ ৪৩ হাজার ৪৪৭জন নারী ভোটার রয়েছেন। আর ৯৮টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত ২৫১নং সংসদীয় আসন কুমিল্লা-৩ এর ৩ লাখ ৮৩ হাজার ৮৬জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ১৬জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৯৩ হাজার ১৫৯জন পুরুষ ভোটার, ১ লাখ ৮৯ হাজার ৯২৭জন নারী ভোটার রয়েছেন। আর ১৩৭টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত ২৫২নং সংসদীয় আসন কুমিল্লা-৪ এর ৩ লাখ ১৬ হাজার ৭৫১জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও ঐক্যফ্রন্ট প্রার্থী সহ ৬জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৬০ হাজার ৩৮৮জন পুরুষ ভোটার, ১ লাখ ৫৬ হাজার ৩৬৩জন নারী ভোটার রয়েছেন। আর ১১০টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত ২৫৩নং সংসদীয় আসন কুমিল্লা-৫ এর ৩ লাখ ৬৮ হাজার ৯৬৭জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৭জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৮৭ হাজার ৩৩১জন পুরুষ ভোটার, ১ লাখ ৮১ হাজার ৬৩৬জন নারী ভোটার রয়েছেন। আর ১২৮টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার একমাত্র সিটি কর্পোরেশন সহ আদর্শ সদর উপজেলা নিয়ে গঠিত ২৫৪নং সংসদীয় আসন কুমিল্লা-৬ এর ৪ লাখ ১৫ হাজার ৮৮৪জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৪জন প্রার্থী রয়েছে। এ আসনে ২ লাখ ৮ হাজার ৭৬জন পুরুষ ভোটার, ২ লাখ ৭হাজার ৮০৮জন নারী ভোটার রয়েছেন। আর ১২৭টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র চান্দিনা উপজেলা নিয়ে গঠিত ২৫৫নং সংসদীয় আসন কুমিল্লা-৭ এর ২ লাখ ৫৪ হাজার ৪৯৭জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৮জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ২৭ হাজার ৫২৯জন পুরুষ ভোটার, ১ লাখ ২৬ হাজার ৯৬৮জন নারী ভোটার রয়েছেন। আর ৮৩টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র বরুড়া উপজেলা নিয়ে গঠিত ২৫৬নং সংসদীয় আসন কুমিল্লা-৮ এর ২ লাখ ৯৬ হাজার ৬৯৭জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৯জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৪৭ হাজার ৯১৫জন পুরুষ ভোটার, ১ লাখ ৪৮ হাজার ৭৮২জন নারী ভোটার রয়েছেন। আর ৯৯টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে গঠিত ২৫৭নং সংসদীয় আসন কুমিল্লা-৯ এর ৩লাখ ৬১ হাজার ৯৬০জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৭জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৮২ হাজার ৪৮৮জন পুরুষ ভোটার, ১ লাখ ৭৯ হাজার ৪৭২জন নারী ভোটার রয়েছেন। আর ১২৬টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ২৫৮নং সংসদীয় আসন কুমিল্লা-১০ এর ৫লাখ ১৬হাজার ৫৭১জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৭জন প্রার্থী রয়েছে। এ আসনে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯জন পুরুষ ভোটার, ২ লাখ ৫৬ হাজার ৫৭২জন নারী ভোটার রয়েছেন। আর ১৪৭টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শুধুমাত্র চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে গঠিত ২৫৯নং সংসদীয় আসন কুমিল্লা-১১ এর ৩ লাখ ২৮ হাজার ২৮০জন ভোটারের বিপরীতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী সহ ৫জন প্রার্থী রয়েছে। এ আসনে ১ লাখ ৬৫ হাজার ৫৮৫জন পুরুষ ভোটার, ১ লাখ ৬২ হাজার ৬৯৫জন নারী ভোটার রয়েছেন। আর ১০৭টি ভোট কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা এ জেলার ভোটারদের।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://bit.ly/2EX42Ft

December 30, 2018 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top