রুগ্ন চা বাগানে বস্ত্র বিতরণ হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের

চালসা, ৩০ ডিসেম্বরঃ হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন শিলিগুড়ি শাখা কমিটির পক্ষ থেকে মেটেলি ব্লকের রুগ্ন কিলকোট চা বাগানে বস্ত্র বিতরণ করা হল। রবিবার চা বাগানের হাসপাতালে আনুষ্ঠানিকভাবে প্রায় ৫০০ জন শ্রমিক পরিবারের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটেলি থানার ওসি প্রবীর দত্ত, চালসার গ্রাম পঞ্চায়েত সদস্য আশিষ কুণ্ডু, শ্রমিক নেতা প্রকাশ নায়েক।

হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি নবেন্দু ভৌমিক, সম্পাদক সাগ্নিক দত্ত, মৃন্ময় ভট্টাচার্য ও সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, প্রতিবছর জেলার বিভিন্ন চা বাগানের বাসিন্দাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিন রুগ্ন কিলকোট চা বাগানে বস্ত্র বিতরণ করা হয়। নতুন বছরের আগে বস্ত্র পেয়ে স্বভাবতই খুশি চা বাগানের ছোটো থেকে বড় সবাই।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QagiEz

December 30, 2018 at 07:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top