গ্যাংটক, ২৯ ডিসেম্বরঃ সিকিমের নাথুলা পাসে তুষারপাতের জেরে আটকে পড়া প্রায় ৩ হাজার পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী। সেনার তরফে জানানো হয়েছে, নাথুলা থেকে দূরে ১৭ মাইলে ৩০০-৪০০ পর্যটক বোঝাই গাড়ি আটকে পড়েছিল। খবর পেয়ে পৌঁছায় সেনাবাহিনী। আটকে পড়া পর্যটকদের মধ্যে ১৫০০ জনকে ১৭ মাইলেই সেনা ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। বাকি পর্যটকদের ১৩ মাইলে সেনা ক্যাম্পে জায়গা দেওয়া হয়েছে। আশ্রিত পর্যটকদের জন্য খাবার, ওষুধ, কম্বলের ব্যবস্থা করেছেন জওয়ানরা।
এছাড়াও বিআরও থেকে জেসিবি নিয়ে রাস্তার বরফ সরাতেও হাত লাগিয়েছেন সেনা জওয়ানরা। সেনার তরফে জানানো হয়েছে, আটকে থাকা পর্যটকদের গ্যাংটক পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত উদ্ধারকাজ চলবেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2AkO7hf
December 29, 2018 at 04:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন