কোচবিহারে হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার সরকারি চিকিৎসকের মৃতদেহ

কোচবিহার, ২৯ ডিসেম্বরঃ কোচবিহার শহরের একটি হোটেল থেকে এক চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম সারওয়ান কান্তি। কোচবিহারের এমজেএন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন তিনি। ওই চিকিৎসকের বাঁ হাতে একটি গভীর ক্ষত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন চিকিৎসক। হোটেলের ঘরে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, গত তিনমাস আগে কোচবিহারে বদলি হয়ে আসেন তিনি। সেই কারনেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলেও উল্লেখ করেছেন তিনি। শনিবার সকাল থেকেই হোটেলের ঘর ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2StlrJS

December 29, 2018 at 04:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top