শিখ তীর্থযাত্রীদের জন্য নয়া ট্রেন

নয়াদিল্লি, ৭ ডিসেম্বরঃ শিখ তীর্থযাত্রীদের জন্য আসতে চলেছে নয়া ট্রেন পরিসেবা। শিখ ভক্তদের পাঁচ তখত ভ্রমণের সুবিধা দিতে ‘পঞ্জ তখত এক্সপ্রেস’ চালু করার সিদ্ধান্ত নিল রেল।

জানা গিয়েছে, প্রথমে অমৃতসরের অকাল তখত, ভাটিন্দার দমদমা সাহিব, পাটনার হরমন্দিরজি সাহিব, নানদেদের হাজুর সাহিব, আনন্দপুরের কেশগড় সাহিব- এই ক্রমে সাজানো হয়েছে এই ট্রেনের যাত্রাপথ। ৯ রাত, ১০ দিনের সফর শেষ হবে দিল্লির সফদরজং স্টেশনে। ৮০০ জন ভক্ত এই ট্রেনটিতে সফর করতে পারবেন। পঞ্জ তখত এক্সপ্রেসের সব কোচই এসি থ্রি-টিয়ার। সফরসূচি ও সময় এমনভাবে রাখা হয়েছে যাতে ভক্তরা সব তখতে গিয়ে গুরুদ্বার দেখার সুযোগ পাবেন। পুরো ভ্রমণে সব ক’টি সাহিবে যাতায়াতের সব খরচই বহন করবে আইআরসিটিসি। খাওয়া-দাওয়ার জন্য আলাদা ভাবে বিল দিতে হবে না। খাবার হবে শিখ ধর্মীয় ভাবাবেগ মেনে। এজন্য মাথাপিছু ভক্তদের খরচা হবে ১৫ হাজার ৭৫০ টাকা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rnO2Em

December 07, 2018 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top