লখনউ, ৭ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনায় নাম জড়ালো বিজেপির এক নেতা শিখর আগরওয়ালের। জানা গিয়েছে, এই ঘটনায় বিজেপির যুব দলের সভাপতির নামে এফআইআরও দায়ের করা হয়েছে। এই বিষয়ে শিখর আগরওয়াল বলেন, ‘ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে বাঁধা দেওয়া হয়েছিল। তিনি নিজেই গোটা পরিস্থিতির জন্য দায়ি।’ পাশাপাশি তিনি এও অভিযোগ করেন, ইন্সপেক্টর তাঁকে এবং তাঁর সঙ্গীদের মেরে ফেলার হুমকি দেন।
উল্লেখ্য, উত্তর প্রদেশের বুলন্দশহরে হিন্দুত্ববাদী কিছু সংগঠনের তাণ্ডব থামাতে গিয়ে খুন হন ইন্সপেক্টর সুবোধ কুমার সিং। তাঁর দেহ উদ্ধার হয় বুলন্দশহর সংলগ্ন নয়াবন গ্রামের কাছে একটি জঙ্গল থেকে। গতকাল এই ঘটনার মূল অভিযুক্ত বজরং দলের নেতা যোগেশ রাজ নিজেকে নিরপরাধ বলে দাবি করেছে। যদিও এখনও অধরা যোগেশ রাজ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G5H1CC
December 07, 2018 at 06:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন