লাটাগুড়ি ৫ ডিসেম্বরঃ অবৈধ মদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রায় ৪০০ লিটার দেশী-বিদেশী মদ নষ্ট করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। বুধবার ক্রান্তি ফাঁড়ির ওসি খেশান লামার নেতৃত্বে অভিযানে নামে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও র্যাফ। ছ’টি অবৈধ মদের দোকানও ভেঙে দেওয়া হয়। অবৈধ মদ বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। লাটাগুড়িতে অবৈধ মদের ব্যাবসা বন্ধের জন্য লাগাতার এধরণের অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ।
শুধু মদের দোকান নয়, এলাকাবাসীর আরও অভিযোগ, লাটাগুড়ি গামী ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে ঢিল ছোড়া দুরত্বে লাটাগুড়ি ক্যানেলের ওপর বছরের পর বছর ধরে চলছে মদ, মাংস ও জুয়ার অবৈধ হাট। যেখানে অবৈধ ভাবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যাবসায়ী প্রকাশ্যে মদ বিক্রি করে চলেছে। সঙ্গে রয়েছে মাংসের দোকান। পাশাপাশি লাটাগুড়ি বাজার, স্টেশনপাড়া বেশ কয়েকটি দোকানে সারাদিন ধরে চলে মদের কারবার। মদের এই অবৈধ কারবার নিয়ে অতিষ্ট হয়ে লাটাগুড়ির মহিলারা উন্নয়নশীল মহিলা কমিটি গঠন করে আন্দোলনে নামেন। বুধবার এই কমিটির সদস্যরা লাটাগুড়ির অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতির দ্বারস্থ হন।
সংবাদদাতাঃ শুভদীপ শর্মা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rmKl24
December 05, 2018 at 10:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন