সব ফরম্যাটের ক্রিকেট থেকেই অবসর ঘোষণা করলেন গম্ভীর

নয়াদিল্লি, ৪ ডিসেম্বরঃ সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার নিজেই টুইট করে অবসরের কথা জানান গম্ভীর। সংবাদ তিনি বলেন, ‘খুব কঠিন সিদ্ধান্ত কষ্টের সঙ্গে কখনও কখনও নিতে হয়।’ অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচই শেষ খেলবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলাতেই কেরিয়ার শুরু করেছিলেন। আর সেখানেই শেষ করতে চলেছেন কেরিয়ার। তাঁর এমন সিদ্ধান্তে নিঃসন্দেহে মন খারাপ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ইতি টানলেন। ধন্যবাদ জানিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস-সহ তাঁর কোচ সঞ্জয় ভরদ্বাজ ও সতীর্থদের। কৃতজ্ঞতা প্রকাশ করলেন অনুরাগীদের উদ্দেশেও।

দেশের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন গৌতম গম্ভীর। রান করেছেন ৪১৫৪। গড় ৪১.৯৫। দেশের ১৪৭টি ওডিআই-ও খেলেছেন। রান ৫২৩৮। সর্বোচ্চ অপরাজিত ১৫০। আইপিএল-এ গম্ভীর ১৫৪টি ম্যাচে ৪২১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১২৩.৮৮। তাঁর নেতৃত্বেই ২০১২ ও ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গত বছর খেলেছিলেন দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে। মাঝ পথেই ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্ব ছাড়েন তিনি। এ বার দিল্লি তাঁকে দলে রাখেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EetgQe

December 04, 2018 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top