মঙ্গলবার ভারতে পৌঁছবেন চপার কাণ্ডে অভিযুক্ত মিশেল

দুবাই, ৪ ডিসেম্বরঃ অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার কাণ্ডে তিন অভিযুক্ত মধ্যস্থতাকারীদের মধ্যে অন্যতম ক্রিশ্চিয়ান মিশেলকে অবশেষে হাতে পাচ্ছে ভারত। ভারতে প্রত্যাবর্তনের আদেশের বিরুদ্ধে মিশেলের আবেদন গত নভেম্বরেই খারিজ করে দিয়েছে দুবাইয়ের আদালত। এর পরই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মঙ্গলবার রাতে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের ব্যবহারের জন্য চপার কিনতে অগাস্টা ওয়েস্টল্যান্ড সংস্থার সঙ্গে ৩,৬০০ কোটি টাকার চুক্তি হয় পূর্বতন কেন্দ্রীয় সরকারের। অভিযোগ, সেই চুক্তিতে মধ্যস্থতার জন্য সংস্থার পক্ষ থেকে তিন লক্ষ ইউরো নিয়েছিলেন মিশেল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ss3dIs

December 04, 2018 at 10:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top