সহপাঠীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ভাই

সিডনি, ৪ ডিসেম্বরঃ রাজনৈতিক নেতাদের হত্যার ভুয়ো ছক বানিয়ে গ্রেফতার অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজার ভাই আরসাকান। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের পুরনো সহপাঠী শ্রীলঙ্কার নাগরিক মহম্মদ কামের নিজামদিনকে ফাঁসাতেই গোটা ঘটনার প্লট সাজিয়েছিল আরসাকান।
গত অগাস্ট মাসে আরসাকান পুলিশের হাতে একটি নোটবুক তুলে দিয়ে বলেন, তাঁর প্রাক্তন সতীর্থ নিজামদিনকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সহ একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিকে হত্যার ছক কষেছেন। সিডনি ওপেরা হাউস হার্বার ব্রিজ ও রেল স্টেশন টার্গেট করা হবে বলেও লেখা ছিল তাতে। এরপরই নিজামদিনকে গ্রেফতার করে পুলিশ। নোটবুকটি পুলিশ তথ্য হিসেবে সংগ্রহ করে। কিন্তু এক সপ্তাহের মধ্যেই পুলিশ ভুল বুঝতে পারে। হত্যার ছক লেখা নোটবুকটির সঙ্গে হাতের লেখার মিলছিল না নিজামদিনের। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এরপরই পুলিশ আধিকারিকরা বুঝতে পারেন, ব্যক্তিগত শত্রুতার জেরেই পরিকল্পনা করে নিজামদিনকে ফাঁসানো হয়েছে। একজন মহিলাকে নিয়ে টানাপড়েনের জেরেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার আরসাকানকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেলেও আরসাকানের পাসপোর্ট জমা রাখা হয়েছে। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ১০০ মিটারের বাইরে তিনি বেরোতে পারবেন না ও কোনও সহকর্মীর সঙ্গেও আপাতত যোগাযোগ করতে পারবেন না। নগদ ৫০ হাজার মার্কিন ডলারও দিতে হবে তাঁকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QyLAcp

December 04, 2018 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top