দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ৪ হাজারের ওপর ফৌজদারি মামলা অমীমাংসিত

নয়া দিল্লি, ৪ ডিসেম্বরঃ ৪ হাজারেরও বেশী ফৌজদারি মামলা জমে রয়েছে দেশের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সাংসদ-বিধায়কের বিরুদ্ধে ৪ হাজার ১২২টি ফৌজদারি মামলার এখনও নিষ্পত্তিই হয়নি। কোনও কোনও অমীমাংসিত মামলার বয়স ৩০ বছরেরও বেশি। কিছু ১৯৯১ সাল থেকে চলছে। ২৬৪টি মামলার শুনানি স্থগিত রেখেছে কিছু হাইকোর্ট। কিছু মামলার আবার চার্জগঠনও হয়নি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীনই এই তথ্য উঠে এসেছে।

যত দ্রুত সম্ভব রাজ্য এবং হাইকোর্টগুলো থেকে অসমাপ্ত ফৌজদারি মামলাগুলোর সমস্ত তথ্য চেয়েছেন বিচারপতি রঞ্জন গগৈ। যাতে প্রয়োজন অনুসারে স্পেশাল কোর্ট গঠন করে দ্রুত মামলার নিষ্পত্তি করা যায়।

প্রসঙ্গত, সাংসদ-বিধায়ক, যাঁদের বিরুদ্ধে এই মামলা, তাঁদের অনেকেই এখন আর ওই পদে নেই। সময়ের সঙ্গে তাঁদের অনেকেই এখন প্রাক্তন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E0ukWW

December 04, 2018 at 11:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top