ঢাকা, ১৮ ডিসেম্বর- আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে মেতে আছে পুরো দেশ। নির্বাচন ঘিরে তারকারাও পিছিয়ে নেই। পছন্দের দল ও প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারণাতেও অংশ নিচ্ছেন তারা। আসন্ন ভোটের দিনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সফল ও আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। চলতি মাসের শুরুতে নিজের ভক্ত অনুরাগীদের কাছে নৌকায় ভোট চেয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক ভিডিও বার্তায় দেশের মানুষের কাছে তিনি নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। অপু বিশ্বাসের পর এবার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান দেশের শীর্ষ নায়ক শাকিব খান। এক ভিডিও বার্তায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে শাকিব বলেন, সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার কোনো পরিমাপ নাই বাইরের দেশটারে; সে অন্তর ময়, অন্তর মেশালি মেলে তার পরিচয়! এই কবিতার মধ্যে খুঁজে পাই আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচয়। তিনি আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী তিনি। তার আছে নিয়ম, নীতি শৃঙ্ক্ষলা। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে প্রধানমন্ত্রীত্বের চেয়ে উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতার ছায়া। নিমতলীর ভয়াবহ অগ্নী কাণ্ডে নিঃস্ব, মা-বাবাহীন রিতা আর রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেওয়া থেকে শুরু করে, ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় দেওয়া। দেশের অসুস্থ, অসহায় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের সাহায্য করা! কোথায় নেই তার মমতার ছায়া? শাকিব খান বলেন, একজন পথশিশুকে তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে। এভাবেই তিনি বাংলাদেশ ও দেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাই তো দেশের সাধারণ মানুষ ও পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন মাদার অব হিউম্যানিটি। সবশেষে শাকিব খান বলেন, আর তাই আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিন। বুকে হাত রেখে বলুন আমরা বাংলাদেশের পক্ষে। নৌকায় ভোট প্রদানের আহবান জানিয়ে শাকিব খানের আগে অপু বিশ্বাস ভিডিও বার্তায় বলেছিলেন, মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিতকায় তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দেব। আপনি দেবেন তো? শুধু শাকিব অপু নয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণায় দেখা যাচ্ছে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস সহ ছোট ও বড় পর্দার দাপুটে বহু অভিনেতাকে। নৌকায় ভোট চাইলেন শাকিব: দেখতে ক্লিক করুন নৌকায় ভোট চাইলেন অপু: দেখতে ক্লিক করুন সূত্র: চ্যানেল আই অনলাইন আর/০৮:১৪/১৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2rHjr59
December 18, 2018 at 04:02PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন