পার্থ, ১৮ ডিসেম্বর- অ্যাডিলেডে প্যাট কামিন্সকে দিয়ে শুরুটা করেছিলেন ঋষভ পন্থ। সেই স্লেজিং এবার পার্থে। যাতে কিনা ফিল্ড আম্পায়ারকেও এগিয়ে আসতে হল মধ্যস্থতা করতে। ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অজি অধিনায়ক টিম পেইনের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা গেল তৃতীয় ও চতুর্থ দিনে। দ্বিতীয় টেস্টে বিরাটের আউট নিয়ে তৃতীয় দিনে সরগরম ছিল। ফিল্ডিং করতে নেমে আগ্রাসী বিরাটকেই বার বার দেখা গেছে। ঘটনার সূত্রপাত, তৃতীয় দিনের শেষ ওভারে স্লিপে টিম পেইনের ক্যাচের আবেদন জানায় ভারত। আম্পায়ার আবেদন নাকচ করে দেন কিন্তু ভারতও রিভিউ নেয়নি। এরপরেই শুরু হয়ে যায় দুই অধিনায়কের বাক্য বিনিময়। প্রথমে কোহলি বলেন, ও (টিম পেইন) ভুল করলেই আমরা (সিরিজে) ২-০ তে এগিয়ে যাব। দিনের শেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ার সময় কোহলিকে পাল্টা দিতে ছাড়েননি পেইন। তিনি বলেন, আগে তোমাকে ব্যাট করতে হবে, বিগ হেড। তৃতীয় দিনের সেই ঘটনার রেশ দেখা গেল চতুর্থ দিনেও। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেট পার্টনারশিপে তখন জাঁকিয়ে বসেছেন পেইন ও খাওয়াজা। কিছুটা শান্ত থাকার চেষ্টা করছেন তখন ক্যাপ্টেন কোহলি। এবার অবশ্য খোঁচা দিয়ে শুরুটা করলেন পেইন । অজি অধিনায়ক বলেন, গতকাল তো তুমিই শুরু করেছিলে। আজ সেই তুমিই শান্ত থাকার চেষ্টা করছ! তখনই ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানে গিয়ে বলেন, অনেক হয়েছে। এবার খেলো। তোমরা দুজনেই তো অধিনায়ক। পেইন তুমি অধিনায়ক। আম্পায়ার বলার পরেও থেমে থাকেননি টিম পেইন। তিনি বলেন, বিরাট নিজেরটা (মাথা) ঠাণ্ডা রাখো। তবে মোহম্মদ শামির বলে শেষ পর্যন্ত বিরাট কোহলির হাতেই ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিম পেইন। এখন দুই অধিনায়কের উত্তপ্ত বাক্য বিনিময় কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। বিরাট তার ব্যাট হাতে পেইনকে জবাব দিতে পারছেন না। কেননা ইতোমধ্যে তিনি ৪০ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে গেছেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Llk0dC
December 18, 2018 at 03:28PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন