সমুদ্রে নজরদারির জন্য জেলেদের ট্রলারে বসতে চলেছে জিপিএস

কলকাতা, ৪ ডিসেম্বরঃ সমুদ্রপথে জঙ্গিদের প্রবেশ রুখতে এবং দুর্যোগের হাত থেকে মৎস্যজীবীদের রক্ষা করতে জেলেদের নৌকা বা ট্রলারে বসতে চলেছে বিশেষ ‘‌জিপিএস’‌। যা তৈরি করছে ইসরো। জানা গিয়েছে, সোমবার রাজ্য নৌবাহিনীর সদর দপ্তর আইএনএস নেতাজি সুভাষ-এ এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গ নৌবাহিনী কমোডোর প্রধান সুপ্রভ কে দে। ইতিমধ্যে তামিলনাড়ুতে এই ব্যবস্থাটি চালু হয়ে গিয়েছে। গোটা দেশে তা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার পরই জলপথে এই নজরদারি আরও বাড়ানো হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E9Kcrb

December 04, 2018 at 01:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top