হাসিমারা, ৪ ডিসেম্বরঃ জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগের কোদালবস্তির বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে পাচারের আগেই বনকর্মীদের জালে ধরা পড়ল দুই দুষ্কৃতী। ধৃতদের নাম লব সরকার ও রাজিব ওরাওঁ। সোমবার রাতে তাদের গ্রেফতার করে কোদালবস্তি রেঞ্জের বনকর্মীরা। ধৃতরা জেরায় জানিয়েছে, কাঠ পাচারকারী দলে মোট ৮ জন ছিল। বনকর্মীদের অভিযান টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ওই দুজন ধরা পড়ে যায়। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি সেগুন গাছের গুঁড়ি ও গাছ কাটার বেশ কিছু সামগ্ৰী উদ্ধার করেন বনকর্মীরা। কোদালবস্তির রেঞ্জার ধীরাজ কামি বলেন, ‘মঙ্গলবার ধৃতদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে। বাকি দুষ্কৃতীদের খোঁজ চলছে।’
সংবাদদাতাঃ সমীর দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SqNAkf
December 04, 2018 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন