ঢাকা, ০৯ ডিসেম্বর- জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর কারণে কারো কারো সংশয় সন্দেহ ছিল তার ফোকাস এখন আর ক্রিকেটে নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের চেয়ে তার দৃষ্টি ও চিন্তায় নির্বাচন। এ সিরিজ শুরুর আগে এমন গুঞ্জনও ছিল। রাতে খেলা শেষে প্রেস কনফারেন্সে প্রশ্ন রাখা হলো, এমন ম্যাচ জেতানো বোলিং কি সেই সব সমালোচকদের মুখে ঝামা ঘষে দেয়া? মাশরাফির স্বভাবসুলভ বিনয়ী কণ্ঠ, না আসলে জবাবের কি আছে? জবাবের কিছু নেই। খারাপ হলে কথা বলতো। এটাই স্বাভাবিক, কিন্তু জবাব দেয়ার কিছু নেই। ১৮ বছর ধরে খেলছি এতো সহজে ফোকাস অন্য দিকে সরে যাওয়ার তো কথা না। তিনি আরও যোগ করেন, প্রত্যেকটা মানুষ নিজেকে খুব ভালো করে চেনে, আমি জানি না সবাই আমাকে চিনে কিনা, কিন্তু আমি নিজেকে চিনি। তাই এত সহজে আসলে ফোকাস সরার কথা না। আর শেষ কিছু দিন তো আমি নিজেই চেষ্টা করে যাচ্ছি ভালো করার। বলটা যেখানে করতে চাই, সেখানে ঠিক মতো করতে পারছি কি-না অনুশীলনে সে লক্ষ্য, চিন্তা ও চেষ্টাই ছিল। এখানে জবাব-টবাবের কিছু নাই। ২০০র কম রানের টার্গেট ছুঁতে গিয়েও পাঁচ উইকেট হারানো। কিভাবে দেখছেন? জবাবে মাশরাফি বোঝাতে চাইলেন, আসলে উইকেটের কারণেই সেটা হয়েছে। শেরেবাংলায় আজ যে পিচে খেলা হয়েছে, তা সহজ ছিল না। শটস খেলা তো বটেই, স্বচ্ছন্দে ব্যাট করাও সহজ ছিল না। সে কারণেই বাংলাদেশ অধিনায়কের এমন ব্যাখ্যা, কালকেও (শনিবার) আমি বলে গিয়েছিলাম, উইকেট আসলে এমনই। এখানে লো স্কোরিং ম্যাচ গুলো এমনই হয়। কিন্তু মুশফিক খুব ভালো ব্যাটিং করেছে। লিটনও ওপরে ভালো ব্যাটিং করেছে। পাশাপাশি আমার মনে হয় সাকিবের ইনিংসটাও গুরুত্বপূর্ণ ছিলো। বিশেষ করে ওই সময় ৩০ রান, ৯০ থেকে ১৩০ এর মধ্যে কিছু রান খুব দ্রুত করেছে। এটাও অনেক হেল্প করেছে। মাইলস্টোনের গুরুত্ব কম। কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পরও কি তা কম গুরুত্বপূর্ণ আপনার কাছে? মাশরাফির জবাব, অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ হতে পারলে অবশ্যই ভালো লাগে। সেটা খুব স্বাভাবিকও। বিশেষ করে যেহেতু ম্যাচটা জিততে পেরেছি। তবে মাইলস্টোন আসলে ওইরকম কিছু মনে হচ্ছে না। পারফরমেন্স দেখে মনে হচ্ছে এ যেন স্বর্ণ সময়ের মাশরাফি। হরিণ চপল। চিতার মত ক্ষিপ্র। আসলেই কি তাই? শুনলে অবাক হবেন মাশরাফি কিন্তু শতভাগ ফিট নন। বরং পুরনো ইনজুরির সঙ্গে হ্যামস্ট্রিং যোগ হয়েছে। তার মনে হয় জিম্বাবুয়ে সিরিজে যে ইনজুরি ছিলো, সেটা এখনও আছে । তাইতো মুখে এমন কথা, তিন উইকেট পেয়েছি বলে যে একেবারে বেস্ট শেপে আছি তা না। সঙ্গে আরও একটা ইনজুরি যোগ হয়েছে হ্যামস্ট্রিংয়ের, যেটা আমার নরমালি ছিল না। শারীরিকভাবে যে জিম্বাবুয়ে সিরিজ থেকে খুব ভালো আছি, তা না। সূত্র: জাগোনিউজ আর/১১:১৪/০৯ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2L5Txkh
December 10, 2018 at 05:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top