কুমিল্লা-২: সেলিমা আহমাদ মেরীর কাছে ধরাশায়ী খন্দকার মোশাররফ

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিনবারের সাবেক সাংসদ, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ধরাশায়ী হয়েছেন নবাগত প্রার্থী সেলিমা আহমাদ মেরী।

মোট ২ লাখ ৫ হাজার ৫১২ পেয়ে নির্বাচিত হয়েছেন মেরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছে ২০ হাজার ৯৪৩টি। ধানের শীষ প্রার্থীর চেয়ে নৌকা প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৮৪ হাজার ৫৬৯।

তিতাসে নৌকা প্রতীকে পেয়েছে ৮৯হাজার ৩৮০টি এবং ধানের শীষ প্রতীকে পেয়েছে ১৭ হাজার ১২৩টি। হোমনায় নৌকা প্রতীকে পেয়েছে ১ লাখ ১৬ হাজার ১৩২টি এবং ধানের শীষ প্রতীকে পেয়েছে ৩ হাজার ৮২০টি ভোট।

উল্লেখ্য, হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪৬ হাজার ৫ শ ৮০জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৪৪৭জন। যার মধ্যে তিতাসে ১লাখ ৩৭ হাজার ২৫৩ জন ও হোমনায় ১লাখ ৫২ হাজার ৭২১জন ভোটার রয়েছে। উক্ত আসনে একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে রয়েছে ৯৮টি ভোট কেন্দ্র; যার মধ্যে ভোট কক্ষের সংখ্যা ৫৭৪টি।



from Comillar Khabor – কুমিল্লার খবর http://bit.ly/2SsMjtD

December 31, 2018 at 08:55AM
31 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top