মুম্বাই, ৩১ ডিসেম্বর- বর্ষীয়ান অভিনেতা কাদের খান আর নেই। ৩১ ডিসেম্বর (সোমবার) কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ডায়াবেটিস-সহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। শেষ সময়ে ভুগছিলেন নিউমোনিয়াতেও। জানা যায়, গত মঙ্গলবার চিকিৎসার জন্য তাকে কানাডার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরিস্থিতির অবনতি হলে মুখে মাস্ক পরিয়ে শরীরে অক্সিজেন দেওয়া হয়। পরে নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যাও ধরা পড়ে। কানাডায় বেশ কয়েক বছর ধরেই ছেলের পরিবারের সঙ্গে থাকছেন কাদের খান। কিছুদিন আগেই হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল প্রবীণ এই অভিনেতার। তার ছেলে সরফরাজ বলেন, অস্ত্রোপচার সফল হলেও শারীরিক দুর্বলতায় হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। ১৯৩৭ সালের ২২ অক্টোবর কাবুলে জন্ম অভিনেতা কাদের খানের। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে প্রথমে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি থিয়েটারের জন্য স্ক্রিপ্ট লিখতেন, অভিনয়ও করতেন। রূপোলি জগতে প্রবেশ অভিনেতা দীলিপ কুমারের হাত ধরে। হিন্দি ও উর্দু মিলিয়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন কাদের। সূত্র : বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2F13RKa
December 31, 2018 at 03:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top