চাপের মুখে মৃত ইনস্পেক্টরের পরিবারের সঙ্গে দেখা করলেন যোগী

লখনউ, ৬ ডিসেম্বরঃ বুলন্দশহর হিংসার তিনদিন পর মৃত ইনস্পেক্টর সুবোধকুমার সিংয়ের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার লখনউয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সুবোধের স্ত্রী, দুই ছেলে ও বোন। তাঁদের সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ওপি সিং। সূত্রের খবর, সুবোধকুমার সিংয়ের খুনিরা যাতে ধরা পড়ে, সেই ব্যাপারে আশ্বাস দিয়েছেন যোগী। এর আগে যোগী আদিত্যনাথের আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীার। বুলন্দশহরে যখন হিংসার ঘটনা ঘটে, তখন রাজস্থানে ভোটপ্রচারে ব্যস্ত ছিলেন যোগী। কিন্তু উত্তরপ্রদেশে ফিরে এসেও ঘটনাস্থলে যাননি বা কোনো বিবৃতি দেননি। পরে অবশ্য পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তবে চারজনকে গ্রেফতার করা হলেও এখনও মূল অভিযুক্ত বজরং দলের নেতা যোগেশ রাজ এখনও ফেরার। উলটে গোপন আস্তানা থেকে ভিডিয়ো প্রকাশ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন যোগেশ। এরপর পুলিশের সদিচ্ছা নিয়ে ফের প্রশ্ন তুলেছে বিরোধীারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KXUnQ6

December 06, 2018 at 12:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top