সিঙ্গুরে ৬ কোটি টাকা ব্যয়ে শহিদ সৌধ বানাতে চলেছে সরকার

কলকাতা, ৬ ডিসেম্বরঃ সিঙ্গুরে তৈরি হতে চলেছে শহিদ সৌধ। সিঙ্গুরের কৃষক আন্দোলনের স্মরণে এই সৌধটি তৈরি করা হবে। জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে এই সৌধটি তৈরি করা হবে। রাজ্যের পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, সৌধটির উচ্চতা হবে ৪০ ফুট।

সিঙ্গুরের জমি অধিগ্রহণ নিয়ে শীর্ষ আদালতের রায়ের পরই সিঙ্গুরে বিশেষ স্মারক তৈরি হওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই টেন্ডার ডাকার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। শহিদ মিনারটি তৈরি করতে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা। আগামী বছর জানুয়ারি মাসে এই কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BUyCxA

December 06, 2018 at 11:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top