তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে

মালদা, ৫ ডিসেম্বরঃ বিজেপিতে যোগদান না করায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। মাথায় গুরুতর চোট পেয়ে বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন ওই তৃণমূল কর্মী। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামের ঘটনা। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম গোলাম শেখ (৩৫) । বাড়ি কাজিগ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামে।

জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি কর্মী বন্যা শেখ গত কয়েক মাস আগে বিজেপিতে যোগদান করেন। অভিযোগ তার পর থেকেই স্থানীয় তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। বাধা দেওয়ায় বেশ কিছু দিন আগে গোলাম শেখের সঙ্গে বিবাদ বাধে বন্যা শেখের। মঙ্গলবার রাতে গ্রামের মধ্যে দিয়ে একা বাড়ি ফিরছিলেন গোলাম শেখ। সেই সময় বন্যা শেখ সহ চার জন পথ আটকে তাকে লাঠি সোটা দিয়ে মারধর করে বলে অভিযোগ। আক্রান্ত মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে যায়। ইংরেজবাজার থানায় ওই চার জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

এই বিষয়ে কাজিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মন্টু ইসলাম বলেন, ‘স্থানীয় বিজেপি কর্মীরা আমাদের কর্মীদের জোর করে বিজেপিতে যোগদান করানোর চেষ্টা করছে। রাজি না হলে তাদের মারধর করা হচ্ছে।’ যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী গৌতম মন্ডল। ঘটনার তদন্তে পুলিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BU6HxX

December 05, 2018 at 09:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top