রায়গঞ্জ, ৫ ডিসেম্বরঃ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতির ঘটনায় চাঞ্চল্য। রোগীর আত্মীয় করিমুল হকের অভিযোগ, হাসপাতালের ভেতরে ঢোকার সময় তাকে বেধড়ক মারধর করে নিরাপত্তারক্ষীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল ক্যাম্পাসে। করিমুল হকের বাড়ি রায়গঞ্জ থানার সোনা বাড়ি গ্রামে। করিমুলবাবু বলেন, শ্বাসকষ্টজনিত কারণে তাঁর শ্বশুর রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। এদিন বিকেলে হাসপাতলে শ্বশুরকে দেখতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল ক্যাম্পাসে। বেসরকারি নিরাপত্তারক্ষীদের কর্ণধার জয়ন্ত রায় বলেন, ‘ভিজিটিং আওয়ার না থাকা সত্ত্বেও জোর করে হাসপাতালের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত কর্মীকে ধাক্কা মারায় এই ঘটনা। আমরা এ ব্যাপারে ওই রোগীর পরিবার পরিজনদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।’ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KWD69L
December 05, 2018 at 09:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন