খুশিমত পণ না মেলায় নববধূকে পুড়িয়ে মারার অভিযোগ রায়গঞ্জে

রায়গঞ্জ, ২০ ডিসেম্বরঃ বিয়ে হওয়ার কুড়ি দিনের মাথায় নববধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রায়গঞ্জ থানার টেনহরি গ্রামের ঘটনা। নববধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। নববধূর বাবা জানান, ‘বিয়ে হয়েছে মাত্র কুড়ি দিন আগে। চার লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়েছে। মেয়ের জামাই পেশায় পুলিশ কনস্টেবল। এদিন বিকেলে শ্বশুরবাড়ির লোকজন মেয়ের গায়ে কেরোসিন তেল ঢেলে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচে সে।’

জানা গিয়েছে, কিছুদিন আগে অভর গ্রামের বাসিন্দা কনিকা দাসের(২২) সঙ্গে টেনহরি গ্রামের বাসিন্দা সমীর দাসের বিয়ে হয়। সমীর দাস কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। পরিবার সূত্রে খবর, দাবি মত পণ না মেলায় নববধূকে খুন করার ছক কষে শ্বশুরবাড়ির লোকেরা। অভিযোগ, এরপরই এদিন বিকেলে শ্বশুরবাড়ির লোকেরা একসঙ্গে ওই গৃহবধূকে খুন করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য টেনহরি গ্রামে।

এদিন সন্ধ্যায় পাঁচ জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন নববধূর বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা পলাতক।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PQ91K4

December 20, 2018 at 09:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top