বিশ্বনাথে অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা

IMG_20181217_204718বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে অটোরিকশা (সিএনজি) চালক কামরুল ইসলাম (২০) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত অটোরিকশা চালকের ময়না তদন্ত শেষে গতকাল সোমবার রাতে উপজেলার বাইশঘর গ্রামের নিহত চালকের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেনী পেশা বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে, অটোরিকশা চালক কামরুল ইসলাম নিহতের ঘটনায় গত রবিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মামা উপজেলার বল্লভপুর গ্রামের আবারক আলীর ছেলে নূর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি রেখে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১০। মামলা দায়েরের পরপরই এলাকাবাসীর সহযোগিতায় এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত রবিবার দুপুরে তিনজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো-বিশ্বনাথ উপজেলার আটঘর গ্রামের আবদুর রুপের ছেলে আবদুস সালাম (২৯), একই গ্রামের আমজাদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩০), সিলেট নগরীর মদিনা মার্কেটের এলাকার বাসিন্দা আলফু মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩০)। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা বলেন, এঘটনায় জড়িত তিনজনকে আটক ও ছিনতাইকৃত অটোরিকশা গাড়ি, মোবাইল সেট এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে তিনি জানান। আটককৃতদের অটোরিকশা চালক হত্যা মামলায় আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

প্রসঙ্গত, বিশ্বনাথ উপজেলার কামরুল ইসলাম (২০) নামের এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা (সিএনজি) গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। গত শনিবার গভীর রাতে নিহত অটোরিকশা (সিএনজি) চালকের গলাকাটা লাশ সিলেটের দক্ষিণ সুরমার থানার বিবিদইল এলাকা থেকে উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। চালক হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে গত রবিবার দুপুরে জনতার সহযোগিতায় বিশ্বনাথ থানা পুলিশ তিনজনকে আটক করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু ও ছিনতাইকৃত অটোরিকশা সিএনজি গাড়ি উদ্ধার করেছে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2S61GYJ

December 17, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top