বিশ্বনাথের ইলিমপুরে ডাকাত দলের হানা

13073বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রবিবার গভীর রাতে সদর ইউনিয়নের ইলিমপুর (রামপুর দুলালি) গ্রামের মাসুক মিয়া’র বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। ডাকাত দল বসতঘরের ক্যাসিগেইটের তালা ভাঙ্গার শব্দ শুনে মাসুক মিয়া’র পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় মসজিদে মাইকিং করান। মাইকিং শুনে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। ফলে ডাকাত দলের হাত থেকে রক্ষা পায় মাসুক মিয়া’র পরিবার।

এ ব্যাপারে রেজন মিয়া বলেন, ক্যাসিগেইটের তালা ভাঙ্গার শব্দ শুনে আমরা মসজিদে মাইকিং করাই। মাইকিং করানোর সাথে সাথে এলাকাবাসি ও থানা পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2ErnE4r

December 17, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top