কালিয়াগঞ্জ, ১২ডিসেম্বরঃ বেতন কমিশন লাগু ও কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা প্রদানের মতো দাবিগুলিকে সামনে রেখে বুধবার কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দ্বিতীয় ব্লক সম্মেলন। এদিন সকাল ১১টায় পুরিয়া মহেশপুর হাইস্কুল প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, দুই জেলা পরিষদের সদস্য দধিমোহন দেবশর্মা, মমেনা আহমেদ, পুরপ্রধান কার্ওিক পাল, উপ পুরপ্রধান বসন্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার প্রমুখ। এছাড়াও ছিলেন তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি অসীমরঞ্জন দাস ও কালিয়াগঞ্জ ব্লক সভাপতি মহম্মদ এজাবুল হক সহ আরও অনেকে। এদিন শিক্ষার উন্নয়নে শিক্ষাশ্রী, কন্যাশ্রী ও সবুজসাথী প্রকল্পের প্রশংসা করা হলেও বকেয়া মহার্ঘ্য ভাতা ইশ্যুতে সরব হন তৃনমূল শিক্ষক নেতৃত্ব।
সংবাদদাতাঃ সুচন্দন কর্মকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UxvRtk
December 12, 2018 at 08:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন