রায়গঞ্জ ১২ ডিসেম্বরঃ জমি বিবাদকে কেন্দ্র করে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তিন প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পানিশালা এলাকার দীপনগর গ্রামে। রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। জখম গৃহবধূর নাম মাইরুন বিবি (৪০) । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অভিযুক্ত তিন প্রতিবেশী নুর ইসলাম, আসমা বেগম, সুরাতুন খাতুনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর দাদা লাল মহম্মদ।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই দুই পরিবারের মধ্যে জমির সীমানাকে কেন্দ্র করে বিবাদ চলছিল। গৃহবধূর দাদা লাল মহম্মদ বলেন, ‘এদিন বিকেলে আমার বোন জমিতে কাজ করছিল। আচমকাই প্রতিবেশী নুর ইসলাম সহ তিনজন ধারালো অস্ত্র নিয়ে আমার বোনের উপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে বোন।’ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BfJvsn
December 12, 2018 at 07:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন