হেলাপাকড়ি, ৩১ ডিসেম্বরঃ ময়নাগুড়ির পদমতি-১ অঞ্চলের ভান্ডিরবাড়িতে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক হরিণ। সোমবার সকালে ওই এলাকায় হরিণটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দা রমণী রায়। তিনি হরিণটিকে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর বন দপ্তরে খবর দেওয়া হয়। সেখানে পৌঁছান বন দপ্তরের রামশাই মোবাইল রেঞ্জের বনকর্মী ও ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। বনকর্মীরা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান।
বন দপ্তরের তরফে জানানো হয়েছে, হরিণটি সম্বর প্রজাতির। লাটাগুড়ির এনআইসি-তে হরিণটিকে পর্যবেক্ষণে রাখা হবে।
সংবাদদাতাঃ উৎপল সেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QZlNuV
December 31, 2018 at 04:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন