মালবাজার, ৩১ ডিসেম্বরঃ ২০০৯ সাল থেকে পরপর হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয়ের ঘর। জানা গিয়েছে, এভাবেই মাল ব্লকের ডামডিম চা বাগান দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছে। ওই বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০০৯,২০১০,২০১২ এবং ২০১৩ সালে বিদ্যালয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় দুটি শ্রেনিকক্ষ। মিড ডে মিলের রান্নাঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ব্রিজলাল মেহার বলেন, শ্রেণিকক্ষের ভাঙ্গা অবস্থা নিয়ে প্রশাসনিক মহলে বহুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চরম সমস্যার মধ্যে স্কুল চালাচ্ছি। মালের বিডিও বিমান চন্দ্র দাস বলেন, আমরা সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।
এদিকে সম্প্রতি, বুনো হাতির আক্রমনে কুমলাই চা বাগানের এনএসপ্রাথমিক বিদ্যালয়ের ঘরের দেওয়ালও ভেঙেছে বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ বিদেশ বসু
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RmMdGy
December 31, 2018 at 04:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন