বিশ্বনাথে এখনও একটি ব্রেকিং নিউজের অপেক্ষায় বিএনপি

FB_IMG_1543319650958মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীক পাওয়া গেছে এমন সংবাদের অপেক্ষায় সিলেটের বিশ্বনাথ বিএনপি তথা এলাকাবাসী। এখনও একটি ব্রেকিং নিউজের অপেক্ষায় নিখোঁজ বিএনপি ইলিয়াসের জন্মস্থান সিলেটের বিশ্বনাথবাসী। সেই আশা বুক বেঁধে রয়েছেন সিলেট-২ আসনের বিএনপির নেতাকর্মীরা। ভোটের মাঠে ফের ধানের শীষ আসবে এমন মনভাব তাদের মধ্যে কাজ করছি। অনেকেই আবার জোর গলায় বলছেন, ধানের শীষ ফিরে না আসলে ভোট কেন্দ্রে যাবনা। গত বৃহস্পতিবার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে হাইকোর্টের নির্দেশে ধানের শীষ প্রতীক ফিরে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত ফজলুর রহমান পটলের সহধর্মিনী অধ্যক্ষ কামরুন্নাহার শিরীন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন প্রতীক বরাদ্দ সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের একটি ধারা চ্যালেঞ্জ করে রিট দায়েরের প্রেক্ষিতে বৃহষ্পতিবার বিচারপতি জেড এ এম হাসান এ আদেশ দেন। ফলে আসনটি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন কামরুন্নাহার শিরীন। এমন খবর গণমাধ্যমে আসলে কামরুন্নাহার শিরীনের ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ আসনে ধানের শীষ নিয়ে আবার আসবেন এমটাই ধারনা করছেন বিএনপি নেতারা। আগামী দুই-একদিনের মধ্যে এমন সংবাদ আসতে পারে বলে মনে করছেন দলীয় নেতারা। সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থিতা স্থগিত হওয়ায় এলাকার প্রচার-প্রচারনা বন্ধ রয়েছে। সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীক পাওয়া গেছে এমন একটি ব্রেকিং নিউজ টিভি’র পর্দায় দেখার জন্য টিভি’র সামনে বসে থাকেন অনেকেই।

জানাগেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র স্থগিত করেন হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। গত মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাহসিনা রুশদীর লুনার করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। এমন খবরে বিএনপি নেতাকর্মীর মধ্যে হতাশ হয়ে পড়েন। গত তিনদিন ধরে ভোটের মাঠে এখনও আর ধানের শীষের প্রতীকের স্লোগান শুনা যাচ্ছেনা। বিএনপি নেতারা প্রচার মাঠ ছেড়ে এখন ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। তাঁরপর লুনার প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় রয়েছেন বিএনপি নেতারা।

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর পর এবার তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার জন্য কাঁদছেন সিলেটের বিশ্বনাথ বিএনপি পরিবার। একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) বিএনপির প্রার্থী লুনার মনোনয়ন স্থগিত হওয়ায় বিএনপির পাশাপাশি এলাকার সাধারণ মানুষও তাঁর জন্য নিরবে চোখের জল পালাচ্ছেন। বিএনপি নেতারা ভোটের মাঠে ছিলেন সরব, এখন তারা নিরব।

এব্যাপারে উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ন্যায় বিচার পাব। এ আসনে ৭০-৮০ ভাগ ধানের শীষের ভোটার রয়েছেন। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধানের শীষ প্রতীক ফিরে আসবে। এখনও একটি ব্রেকিং নিউজের অপেক্ষায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার বলেন, এলাকার ভোটাদের মধ্যে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছিল। কিন্তু হঠাৎ তা থেমে গেল। আমাদের নেত্রী তাহসিনা রুশদীর লুনার মনোনয়ন স্থগিত হওয়ায় ভোটের আমেজ নেই। এখন প্রচার মাঠে ছেড়ে বাড়িতে বসে টিভির পর্দায় চোখ রাখি কখন যেন সংবাদ আসে ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট-২ আসনে নির্বাচন হবে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান বলেন, দলীয় নেতাকর্মীরা যেন পাগলপ্রাণ। ধানের শীষ প্রতীক ফিরে পাওয়ার আশায় বুক বেধে রয়েছেন। ধানের শীষ প্রতীক না আসলে অনেক মানুষ ভোট কেন্দ্রে যাবেনা। দলীয় নেতাকর্মীর পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এখন টিভির সামনে বসে আছেন, কখন যেন শুনা যায় সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আর কোনো বাঁধা নেই।

উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমদ নূর উদ্দিন বলেন, একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) বিএনপির প্রার্থী লুনার মনোনয়ন স্থগিত হওয়ায় বিএনপির নেতারা নিরবে চোখের জল পালাচ্ছেন। ধানের শীষ প্রতীক ফিরে পাওয়ার আশায় বুক বেধে রয়েছেন নেতাকর্মীরা।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://bit.ly/2PV7xOI

December 22, 2018 at 06:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top