অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নিয়মে খেলা হবে ১০ পয়েন্টের টাইব্রেক 

মেলবোর্ন, ২২ ডিসেম্বরঃ ফাইনাল সেটে যদি প্লেয়াররা ৬-৬এ টাই হয়ে যায় তাহলে পুরুষদের পঞ্চম সেট ও মহিলাদের তৃতীয় সেটে ১০ পয়েন্টের টাইব্রেক খেলা হবে। শুক্রবার এমনটাই ঘোষণা করল অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। সর্বসম্মতিক্রমে ২০১৯ থেকে এই নিয়ম কর্যকর হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের ডিরেক্টর ক্রেগ তিলে জানিয়েছেন, ‘ছয় গেমে ১০ পয়েন্টের টাইব্রেক নেওয়া হবে। সবটাই হবে ফাইনাল সেটে।’ তিনি আরও বলেন, ‘এই দীর্ঘ টাইব্রেক সার্ভের একাধিপত্য কিছুটা কমিয়ে দেবে। যেটা শর্টার টাইব্রেকে অনেকবেশি ছিল।’ মরসুমের প্রথম গ্র্যান্ডস্লাম শুরুর আর বাকি ২৫ দিন। তার আগে নতুন নিয়মের কথা জানিয়ে দিল আয়োজকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EGOllU

December 22, 2018 at 06:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top