বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: ছোট বেলা ঘর থেকে আলু, চাউল,ডিম,বাজার থেকে মুরগ বা হাওর থেকে মাছ শিকার করে খোলা কোনো স্থানে সবাই মিলে রান্না করে খাওয়াকেই সিলেটের আঞ্চলিক ভাষায় টুপাটুপি বলে থাকে। যা এখন বিলুপ্ত প্রায়।
সিলেটের বিশ্বনাথ উপজেলার তাজমহরম গ্রামে যুবকরা মিলে ‘গ্রাম বাংলার জনপ্রিয় এই (টুপাটুপি) অনুষ্টানের আয়োজন করে।
গত বুধবার (৫ই ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ছোট বড় সবাই মিলে অত্র এলকার লোকজনকে নিয়ে টুপাটুপির রান্না শুরু হয়। রাত ১০ ঘটিকায় খাওয়া শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত প্রায় শতাধিক প্রবীণ ও যুবকরা এতে অংশ নেন।
এসময় সময় প্রবাসী আব্দুল মুমিন,প্রবাসী রহমত আলী,বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রাহমান,কাওছার আহমদ,শহিদ আলী,দয়াল উদ্দিন তালুকদার,শেখ সালাহ্উদ্দিন,প্রবাসী বদরুল ইসলাম,আব্দুল বাছিত,আক্তার আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন,হাজী আব্দুল হামিদ,হাজী আব্দুল আহাদ,আছকর আলী,ছয়ফুল মিয়া,আব্দুর নূর,আনোয়ার আলী,নুরুল ইসলাম, মানিক মিয়া,গৌছ আলী,হেলাল মিয়া,আব্দুল জলিল, হেলাল মিয়া,বেলাল মিয়া,আনছার আলী, তাজুল ইসলাম,আনহার আলী,জমির আহমদ, আসিকআলী,আব্দুসসামাদ,নছির,রাসেল,মিছবাহ,রশিদ,দুলাল,কামাল,জিবলু,জামালআলআমিন,সাহিদ,লাভলু,হাসান,বাবলু,ফাহিম,হালিম,আফজাল,গোলজার,নাঈম সহ প্রমুখ।এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2QGPQqp
December 07, 2018 at 03:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন