বিশ্বনাথে পশ্চিম শ্বাসরাম গ্রামবাসির সাথে পুলিশের মতবিনিময়

02-1বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: চুরি-ডাকাতি নিধনের জন্য আজ (৬ ডিসেম্বর) বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম শ্বাসরাম গ্রামবাসির সাথে মতবিনিময় সভা করেছেন বিশ্বনাথ থানা পুলিশ। মরহুম মো. রশীদ আলীর বাড়িতে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।

তরুণ সমাজসেবক মো. কছির আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এসআই লিঠন রায়, এএসআই বিমল চন্দ্র দাস। সভায় এসআই লিটন রায় বলেছেন, চুরি-ডাকাতি নিধন করতে পুলিশ-কে প্রত্যেক এলাকার লোকজন সহযোগিতা করতে হবে। পুলিশের পাশাপাশি চুরি-ডাকাতি নিধন করতে এলাকার লোকজনকে ভুমিকা রাখতে হবে। এক্ষেত্রে প্রত্যেক এলাকায় পাহারার ব্যবস্থা করতে হবে।

সভায় তরুণ সমাজসেবক মো. কছির আলী-কে সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম-কে সাধারণ সম্পাদক করে ৬৮ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয় এবং আজ রাত থেকে গ্রামে পাহারার সিদ্ধান্ত গৃহিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. সিরাজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক নেছার আহমদ মুজিব, কার্যকরী কমিটির সদস্য ছিদ্দেক আলী, নুরুল হক লেচু, রমজান আলী, আব্দুল মতিন, আনহার আলী, বাবুল মিয়া, আব্দুল জলিল, কবির মিয়া, ফারুক মিয়া, তজম্মুল আলী রাজু, মোস্তফা মিয়া, নুরুজ আলী, মাহমদ আলী, লিটন আহমদ, হারুনুর রশীদ, ফরিদ আহমদ, লাল মিয়া, সাতির আলী, রফিক মিয়া, শিরণ মিয়া, জিলু মিয়া, তেরা মিয়া, সজ্জাদ আলী, রাসেল আহমদ, জুনেদ আহমদ, নজরুল ইসলাম, জিলা মিয়া, হান্নান মিয়া, তাজুদ মিয়া, আব্দুল মানিক, সালেহ আহমদ, সাজন আহমদ, গুলজার মিয়া, শাহাবউদ্দিন, খলকু মিয়া, ক্বারী শামসুদ্দিন হাওলাদার, ইরণ মিয়া, কওছর মিয়া, ছামিদ হাসান কর্নাল মিয়া, মিনার আলী, নোয়াব আলী, জয়নুল হক, দিলোয়ার হোসেন, আব্দুল খালিক, প্রতুল দাস, রজাক আলী, সেলিম আহমদ, সুমন খান, ফখরু মিয়া, রইছ আলী, মামুন আহমদ, সাকিল আহমদ, আব্দুর রহমান আলম, আপ্তর আলী, আব্দুল কদ্দুছ, মিনহাজুর রহমান, সুরুজ আলী, রাজা মিয়া, রাহিমউদ্দিন, হাফিজুর রহমান শিপন, তারুণ আলী, লিলু মিয়া, নানু মিয়া, আব্দুল হান্নান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zO1upP

December 06, 2018 at 05:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top