কোচবিহার, ৬ ডিসেম্বরঃ বিজেপির রথযাত্রা নিয়ে প্রথম থেকেই ছিল উত্তেজনা। তার ফলস্বরূপ আজ দিলীপ ঘোষের কনভয়ে থাকা অন্য গাড়িগুলোতেও ভাঙচুর চালানো হয়। ভেঙে ফেলা হয় গাড়ির কাচ। পূর্বনির্ধারিত সূচী মত বৃহস্পতিবার সকালে কোচবিহার পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিকেল সাড়ে ৩টে নাগাদ পঞ্চানন বর্মার জন্মস্থান মাথাভাঙার খলিসামারিতে যাওয়ার সময় সিতাই মোড়ের কাছে এই হামলা হয়।
দিলীপ ঘোষ জানান, আগে থেকেই সিতাই মোড়ের কাছে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আগে থেকেই হাতে কালো পতাকা ও লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল। সঙ্গে ছিল পুলিশও। তাঁদের গাড়ি সেখানে পৌঁছতেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সাতটি গাড়ি ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় গাড়ির কাচও। তিনি আরও বলেন, এনিয়ে পুলিশের সামনেই তাঁর ওপর এনিয়ে দশবার আক্রমণ করা হয়। যেখানে পুলিশ শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছে। আহত হন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ সম্পাদক বাপ্পা চ্যাটার্জি।
অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূল বিধায়ক তথা দিনহাটা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহের দাবি, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
ছবিঃ বিশ্বজিৎ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Qebnrh
December 06, 2018 at 05:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন