জাসদ ও নাগরিক কমিটি সমর্থন জানালো ওদুদকে > মনিরের মনোনয়ন প্রত্যাহার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার নৌকা প্রতিকের প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) ও নাগরিক কমিটি নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। বিকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্স মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভার পরে জাসদের প্রার্থী মনিরুজ্জামান মনির মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহম্মেদ বাদশার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, নাগরিক কমিটির উপদেষ্টা এ্যাড. একরামুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাফ্ফর হোসেন ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সেন্টু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।
সভায় নৌকার পক্ষে জাসদ ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ সর্মথন জানান।
এই সময় নৌকার প্রার্থী আব্দুল ওদুদ তাকে সমর্থন দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সবাইকে এক সাথে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ০৯-১২-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2C0M4QA

December 09, 2018 at 05:20PM
09 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top