শিবগঞ্জে পেট্রোল না দেওয়ায় দোকানদারকে পিটিয়ে জখম

মটর সাইকেলে পেট্রোল না দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে এক দোকানদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে অভিযোগ উঠেছে। আহত দোকানদার হল- ওই এলাকার চামাটোলার বুলবুল হকের ছেলে নাসির আলী (৪০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত নাসিরের পরিবার জানিয়েছে, রোববার সকাল ৯টার দিকে মধ্য বিনোদপুর গাঁড়াটোলা গ্রামের কুবেল আলীর ছেলে এনসারুল হক ও একই গ্রামের আলতু হকের ছেলে সেলিম রেজা মোটরসাইকেল নিয়ে পেট্রোল নিতে আসে নাসিরের দোকানে। এসময় দোকানদার নাসির পেট্রোল বিক্রি কওে না বলে জানালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এনসারুল হক ও সেলিম রেজা নাসিরের উপর অতর্কিতভাবে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় নাসিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এদিকে আহত নাসির দোকানদারের ভাই তুষার জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১২-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2L4zIK4

December 09, 2018 at 04:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top