ধূপগুড়ি, ৮ ডিসেম্বরঃ এশিয়ান হাইওয়ের অন্তর্গত ধূপগুড়িতে কুমলাই নদীর ওপরে দ্বিতীয় ব্রীজ বানাতে গিয়ে মাটি সড়ে গেল প্রথম ব্রীজের নীচ থেকে। শুক্রবার গভীর রাতে নির্মিয়মাণ নতুন ব্রীজটির তিন নম্বর পিলারের ভীত গড়ার গর্ত খুড়তে গিয়ে এই ঘটনা ঘটে। ঘটনায় ব্রীজের দুপাশের কংক্রিট কাঠামোর নীচে ফাক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, গত বর্ষার আগেই কুমলাই নদীর ওপর এই দ্বিতীয় ব্রীজ তৈরির কাজটি শুরু হয়েছিল। মাঝে বেশ কিছুদিন বন্ধ থাকার পর পুজোর সময় ফের কাজ শুরু হয়। গতকাল রাতে সর্বশেষ পিলার তৈরির কাজটি করার সময় এই ঘটনাটি ঘটে। গভীর রাত হওয়ায় সেই সময় যান চলাচল তুলনায় কম ছিল। ফলে হাইওয়ে কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্রীজের নীচে শূন্যস্থান পূরণে নামে নির্মাণকারী সংস্থাটি। এশিয়ান হাইওয়ে ২ এর প্রজেক্ট ডিরেক্টর দীপক কুমার সিং বলেন, ‘প্রথম ব্রীজের মূল কাঠামোর নীচে কোন সমস্যা হয়নি। দ্বিতীয় ব্রীজের পিলার তৈরি গর্ত খুড়তে গিয়েই এই সমস্যাটির সৃষ্টি হয়।’ এদিন ভোরে ফের ব্রীজের ওপর দিয়ে যান চলাচল শুরু হয়। ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি অসীম মজুমদার বলেন, ‘আমরা নির্মাণকারী সংস্থা এবং হাইওয়ে কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। তাঁরা আশ্বস্ত করেছেন মাটি সড়ে গেলেও আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে ওই ব্রীজ দিয়ে যান চলাচলের ওপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে।’
সংবাদদাতাঃ সপ্তর্ষি সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2UmF73z
December 08, 2018 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন