মালদায় জমজমাট উরস মেলা

হরিশচন্দ্রপুর, ৮ ডিসেম্বরঃ প্রতি বছরের মত এবছরও হরিশ্চন্দ্রপুর ১, মহেন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত ভবানীপুর গ্রামে পির হজরত সৈয়দ সাহা কুতুবুদ্দিন রহমতুল্লা আলাইহের স্মরণে শনিবার অনুষ্ঠিত হল ৪৬ তম উরস মেলা। চলবে রবিবার পর্যন্ত। ১৯৭২ স২ল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। পির হজরত সৈয়দ সাহা কুতুবুদ্দিন রহমতুল্লা আলাইহের উদ্দেশ্যে চাদর পুশির মধ্য দিয়ে উরস মেলা শুরু হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই মেলায় অংশ নেন। সেজে উঠেছে পীরের মাজার।

ভবানীপুরের এই উরস উৎসব ও মেলা এলাকায় সম্প্রীতির মেলা ও উৎসব হিসাবেও পরিচিত। এই মেলায় প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। মালদা ছাড়াও বিহার ও অসম থেকে প্রচুর মানুষ মেলায় আসেন। বহু মানুষ পিরবাবার মাজারে মানদ করেন। তা পূরণ হলে এখানে অর্থ, ছাগল, মুরগি প্রভৃতি দানও করেন।
এই উরস উপলক্ষ্যে আসছেন কাওয়ালদারগণ মুম্বইয়ের আরসাদ ওয়াহিদ এবং উত্তরপ্রদেশ থেকে দানিশ মুনিশ।

সংবাদদাতাঃ মুরতুজ আলম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QlIKZ9

December 08, 2018 at 11:03PM
08 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top