বিশ্বনাথে দুটি গ্রামে ৪৮টি গরু চুরি : আতংকিত এলাকাবাসি

056বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথে দুটি গ্রামে ৪৮টি গরু চুরি করে নিয়েছে চোরেরদল। দফায় দফায় এসব চুরি সংগঠিত হয়েছে উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়নের ইলিমপুর ও বাওনপুর গ্রামে। গরু চুরি হওয়ায় দরিদ্র পরিবারগুলো আজ নি:স্ব হয়েছেন। ঘন ঘন চুরির ঘটনায় গ্রামবাসি চরম আতংকে রয়েছেন। চুরি হওয়া গরু’র মূল্য প্রায় সাড়ে ২৩ লাখ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

জানাগেছে, গত সোমবার ইলিমপুর গ্রামের মাসুক মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চুরি করে নিয়েছে চোরেরা। চুরি হওয়া গরুর মুল্য প্রায় ৩ লাখ টাকা।

এছাড়া একই গ্রামের আব্দুল গণির ১৫টি গরু ৪ বারে চুরি হয়েছে। গরু’র মূল্য প্রায় ৫ লাখ টাকা। লেখন মিয়া’র ৭টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা, আশ্রব আলী ১২টি গরু যার মূল্য ৬ লাখ টাকা, আব্দুল হক শিকদারের ৩টি গরু যার মূল্য প্রায় ১ লাখ টাকা। মন্টু চৌধুরীর ২টি গরু যার মূল্য ১লাখ টাকা। বাওনপুর গ্রামের তজম্মুল আলীর ২টি গরু চুরি হয়েছে। যার মূল্য ২ লাখ টাকা ও একই গ্রামের হারিছ আলী মাষ্ঠারের ২টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরু’র মূল্য প্রায় ১ লাখ টাকা।

এ ব্যাপারে ইলিমপুর গ্রামের শেখ ফজর রহমান জানান, ঘন ঘন গরু চুরি হওয়ায় এলাকার গৃহস্থরা চরম আতংকে রাত কাটাচ্ছেন। তিনি চুরি বন্ধে থানা পুলিশের টহল অব্যাহত রাখতে সহযোগিতা কামনা করেছেন।

থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গরু চুরি হওয়ার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2LkCjQ6

December 15, 2018 at 07:53PM
15 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top