বেগম রোকেয়া দিবস উপলক্ষে শিবগঞ্জে ৫জন জয়িতাকে সংবর্ধনা

আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনার ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। রোববার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে বেগম রোকেয়া দিবস উপলে  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বরমান হোসেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওলিউর রহমান, শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাইনির ইসলাম, উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ বিভিন্ন সমিতির সুবিধাভোগীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন।
শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় চলতি বছর পাঁচ ক্যাটাগরীতে ৫ জনকে জয়িতা সংবর্ধনার ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ইউএনও।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ০৯-১২-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2B3gnUZ

December 09, 2018 at 04:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top